খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : গেতাফের বিপক্ষে সহজ জয়ের কৃতিত্ব ‘বিবিসি’ নামে পরিচিত গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদোর সমন্বয়ে গড়া আক্রমণ-ত্রয়ীকে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের লা লিগায় গত শনিবার গেতাফেকে ৪-১ গোলে হারায় রিয়াল।
রিয়ালের গোল চারটি ম্যাচের প্রথমার্ধেই আসে। চতুর্থ ও পঞ্চদশ মিনিটে দারুণ দুটি গোলে বেনজেমা ২-০ ব্যবধানে এগিয়ে দেন রিয়ালকে। ৩৫তম মিনিটে গোল পান বেল। আর বিবিসির সবচেয়ে উজ্জ্বল তারকা রোনালদো স্কোরশিটে নাম লেখান ৩৮তম মিনিটে।
এ মৌসুমে লা লিগায় এই প্রথম এক ম্যাচে বিবিসির তিন সদস্যই গোল পেলেন।
ম্যাচ শেষে বেনিতেস বলেন, “বেনজেমা, ক্রিস্তিয়ানো আর বেল যে কোনো রক্ষণেরই ক্ষতি করতে পারে। বেনজেমার দুই গোল বোঝায় সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”
“প্রথম ৪৫ মিনিট দারুণ ছিল আমাদের। ৃআমরা ৪ গোলে এগিয়ে গেছি এবং এটাকে ম্যাচ নিয়ন্ত্রণে কাজে লাগিয়েছি। প্রথমার্ধ এটাই দেখিয়েছে যে, এই দল মাঠে পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়ে ঠাসা”, যোগ করেন বেনিতেস।
যে গতি নিয়ে রিয়াল ম্যাচটি শুরু করেছিল, শেষ পর্যন্ত সেটা আর ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা না পাওয়া রিয়াল উল্টো একটি গোল খেয়ে বসে।
দুই অর্ধে রিয়ালের দুই রকমের খেলার ব্যাখ্যাও ম্যাচ শেষে দেন বেনিতেস।
“তীব্রতা কমে গিয়েছিল; কারণ কাজ শেষ হয়ে গিয়েছিল।”
বার্সেলোনার কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হওয়া, লিগের শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে যাওয়া, সবশেষ এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়কে খেলিয়ে কোপা দেল রে থেকে বহিষ্কার -সব মিলিয়ে হতাশ সমর্থকরা কোচ বেনিতেসকে দুয়ো দেয় গেতাফের বিপক্ষে ম্যাচে।
দারুণ এক জয়ে স্বস্তিতে ফেরা বেনিতেস অবশ্য এতে তেমন কিছু মনে করেননি।
“সমর্থকদের জন্য সর্বোচ্চ শ্রদ্ধা আছে আমাদের।