খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ইন্ডিয়া এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রবিবার একটি গোপন বৈঠক করেছেন। এ বৈঠকে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জাম্মু ও কাশ্মীরের সমস্যা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের উপদেষ্টারা।
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাদের প্যারিস সফরকালে এই গোপন বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেন। দুই পক্ষের জন্যই সুবিধাজনক হওয়ায় বৈঠকের স্থান নির্ধারণ করা হয় ব্যাংকক।
পরবর্তীতে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও নিরাপত্তা উপদেষ্টাদের সাথে ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস এবং জাম্মু-কাশ্মীরসহ আরো বেশ কিছু দখল সংক্রান্ত ব্যাপারে শান্তি আনয়নের জন্য বৈঠকে আলোচনা করা হয়।’
সংবাদ সূত্রে জানা যায়, বৈঠককাল ছিল প্রায় চার ঘণ্টা এবং যে বিষয়গুলিতে আলোচনা করা হয় তার প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তামাত্রা যুক্ত ছিল।
প্রধানমন্ত্রী মোদি প্রথম এই বৈঠকের জন্য উদ্যোক্তা হয়ে কাজ করেছেন এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইউএফও ঘোষণাপত্রের ভিত্তিতে। প্রাথমিক পর্যায়ের চুক্তি বাস্তবায়িত হলে দুই পক্ষের মধ্যে এই বৈঠকটি আবারো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামি মঙ্গলবার আফগান সম্মেলনে অংশগ্রহণের জন্য পাকিস্তান সফরের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছেন।
ভারত-পাকিস্তান পূর্ব সম্পর্কের ছায়াতে এই বৈঠকের খবর খানিকটা নাটকীয় এবং আকস্মিক। বৈঠকে দুই দেশের উপদেষ্টাদের মধ্যে যেমন মতৈক্য তৈরি হয়, তেমনি মতপার্থক্যও হয়।