Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: পৌর নির্বাচনে বাতিল হওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরা চাইলে তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন। প্রার্থীতা বাতিল হওয়ার দিন থেকে তিন দিনের মধ্যে তাদের আপিল করতে হবে। আপিল কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিয়োগ করা হয়েছে। তারা আপিল দায়েরের তিনদিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবেন।

শনিবার ও রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। দুইদিন যাচাই-বাছাইয়ের পর সারাদেশে মোট ১৬৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর সাধারণ কাউন্সিলর পদে ৫৭১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬ জন বাদ পড়েছেন। রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন অসঙ্গতি দেখিয়ে এসব মনোনয়ন বাতিল করেন।

আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে ১৩ ডিসেম্বর। ইসির এক কর্মকর্তা সোমবার সকালে জাগো নিউজকে বলেন, যাদের মনোনয়নপত্র ৫ ডিসেম্বর বাতিল হয়েছে, তারা ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়নপত্র রোববার বাতিল হয়েছে তারা ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।

এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।