খোলা বাজার২৪, সোমবার,৭ ডিসেম্বর ২০১৫ : ইসলামিক স্টেটের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই জঙ্গি সংগঠনকে ‘ঠগ ও হত্যাকারী’ হিসেবে অভিহিত করে তাদের ধ্বংস করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্দিনোয় এক দম্পতির হামলায় গত বুধবার ১৪ জন নিহত ও ২১ জন আহত হওয়ার পর ওবামা হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গতকাল রবিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রত্যয়ের কথা জানান ওবামা।
তাঁর ভাষণকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এই নিয়ে তৃতীয়বার ওভাল অফিস থেকে ভাষণ দিলেন তিনি। ওবামা বলেন, সন্ত্রাসবাদের হুমকি বাস্তব। কিন্তু আমরা তা দমন করব মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইএস এবং অন্য যেসব সংগঠন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদের ধ্বংস করব।
তবে আমেরিকানদের সতর্ক করেছেন এই যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে নয় বরং এই যুদ্ধ জিততে মুসলিমদের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে নিতে হবে।
তিনি বলেন, এই যুদ্ধ আমেরিকা ও ইসলামের মধ্যে নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে জিততে হলে আমাদের অবশ্যই মুসলিমদের ঘৃণা ও সন্দেহর বাতাবরণে দূরে সরিয়ে দেওয়ার বদলে তাদের শক্তিশালী মিত্র হিসেবে কাছে টেনে নিতে হবে এবং অবশ্যই তারা আমাদের নাগরিক যাদের অনেকেই ইউনিফর্ম পড়ে আমাদের দেশের জন্য মরতে প্রস্তুত। আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে।