খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: পৌর নির্বাচনের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র বিকশিত হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির উচিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতা বদল হবে না- এটা বড় কথা নয়। নির্বাচনে নৌকা-ধানের শীষে দেখা হবে, এটাই বড় কথা। এই নির্বাচন গণতন্ত্র যে একটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে সেই পথ বিকশিত করবে।
নারায়ণগঞ্জ সাত খুনের ঘটনা পুনঃতদন্ত দাবি করে সুরঞ্জিত বলেন, নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে খুনের মূল ঘটনা দেশবাসীর কাছে উপস্থাপন করতে হবে। তা না হলে এত টাকা কোথায় গেল তাদের মুখ উন্মোচন হবে না, এটাতো হতে পারে না। এই মামলার চার্জশিটের পুনঃতদন্ত করতে হবে।
দিনাজপুরের রাসমেলায় হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন পুলিশকে সাসপেন্ড করে দিলেন আর এ ঘটনা শেষ হয়ে গেল? তা হয় না। তখন ওসি সাহেব কোথায় ছিলেন? এই ঘটনায় দেশি-বিদেশি লোকেদের মধ্যে দাগ কেটেছে। পুলিশের সীমাহীন গাফলতির কারণে ওই ওসিকে ক্লোজড করতে হবে।