Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: ঝালকাঠি জেলার ১৯১ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে এসব মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে হবে। হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক এর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আমিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুকুমার বিশ্বাস।

ব্যারিস্টার তৌফিক ইনাম জানান, ৩০ মে ২০০৬ সালে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। বাকি তিন জেলার মুক্তযোদ্ধারা ২০১১ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রেক্ষিতে ২০১১ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন।