Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। থাকবে না কেন? বিপিএলের আগের দুই আসরে প্রথম ম্যাচেই যে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল! কাল তাই অন্য রকম এক হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ক্যারিরিয়ান এ ব্যাটসম্যান। কিন্তু এবার আর বিপিএলের প্রথম ম্যাচে ক্যালিপসো সুরের ঝংকার উঠল না গেইলের ব্যাটে। ৮ বলে মাত্র ৮ রান করে আউট তিনি।

বরিশাল বুলস ও সিলেট সুপারস্টারসের দ্বৈরথে প্রধানতম আকর্ষণ ছিলেন গেইলই। কাল ম্যাচের চতুর্থ ওভারে বরিশালের এ তারকা ব্যাটসম্যান আউট হতে দর্শক-আগ্রহ যেন নিভে যায় দপ করে। সেটি আবার জ্বলে উঠতে পারত উত্তেজনায় ঠাসা জমজমাট ক্রিকেট লড়াইয়ে। কিন্তু সেটি আর হলো কই! চূড়ান্ত রকমের একতরফা ম্যাচে গেইলের দল বরিশালকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট। তাতে করে শেষ চারে ওঠার টিমটিমে আশাটা এখনো টিকে রইল তাদের; সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। আর বরিশালের পয়েন্ট রয়ে গেল ১০-ই। সেমিফাইনাল তাই এখনো চূড়ান্ত হয়নি মাহমুদ উল্লাহর দলের।

বরিশাল বুলস মাহমুদ উল্লাহর দল থাকলেও সিলেট সুপারস্টারস আর রইল না তাঁর ভায়রা মুশফিকুর রহিমের। মানে অধিনায়ক আর নেই তিনি। কাল টসের সময় মুশফিকের বদলে শহীদ আফ্রিদিকে দেখে অবাক হওয়ার কথা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন মাহমুদ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাকি বিপিএলের এক ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্বের চাপ সামাল দিতে পারছেন না! এ কারণেই তাঁর সিলেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া।

তবে নেতৃত্ব পরিবর্তনে আপাতদৃষ্টিতে কিন্তু ভীষণ লাভ সিলেটের। আফ্রিদির অধিনায়কত্বে কাল তাদের দেখা গেছে যে ভিন্ন রূপে! আগের ছয় খেলায় জিতেছিল মোটে একটিতে। সেই সিলেট সুপারস্টারসই কিনা কাল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বরিশাল বুলসকে অলআউট করে দেয় ৫৮ রানে!