Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
96377_127708_1
খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫:বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হলেন তিনি।
সোমবার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, আজ দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
পরে যাচাই-বাছাই শেষে বিকাল ৫টা ৫ মিনিটে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্ত্রী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
সদ্য কারামুক্ত রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনে অনেক জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কখনও ভেঙে পড়িনি। গত ৩১শে জানুয়ারি গ্রেপ্তারের পর টানা রিমান্ডে নেয়া অসুস্থ পড়েছিলাম। কারাগারে থাকাকালীন বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। এখন কিছুটা সুস্থ বোধ করছি। আজ বাসায় বিশ্রাম নেব।
গত ৩১শে জানুয়ারি রাজধানী থেকে রিজভী আহমেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।