Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ‘বিশেষায়িত’ প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিশ্বায়নের এই যুগে সাংবাদিকদের বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন। আর এজন্য প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বের দাবি রাখে।”

প্রশিক্ষণের ব্যবস্থার জন্য সাংবাদিক সংগঠনগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্পিকার।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসইসি।

শিরীন শারমিন বলেন, “তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে এখন গণমাধ্যমেও অনেক পরিবর্তন আসছে। সংবাদপত্রের পাশাপাশি অনলাইন ও টেলিভিশনের খবরও গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে।

“রিপোর্টাররা যে খবর সরবরাহ করেন সেটায় তাৎক্ষণিক পরিবর্তন আনতে হয়। দ্রুত আপডেট করতে হয়। আর এ কাজটিই সাব-এডিটররা করে থাকেন।”

জলবায়ু, বাণিজ্য ও অর্থনীতিসহ সব বিষয়ের খবর পরিবশেনকে বর্তমান পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের চেয়ারপারসন শিরীন।

গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা চাই গণতন্ত্র বিকশিত হোক। আর গণতন্ত্রের বিকাশের জন্য সংসদকে কার্যকর হতে হবে। আপনারা (সাংবাদিক) সংসদের কার্যক্রমকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন বলেই জনগণ জানতে পারছে।”

গণমাধ্যমে কর্মরত সহ-সম্পাদকদের উদ্দেশে স্পিকার বলেন, “আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। সেটা অনেকে জানে না। আমরা যারা জানতাম না, সেটা আমাদের ব্যর্থতা।

“প্রত্যেকটি কাজের আলাদা নেচার আছে। রিপোর্টারদের যেমন অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, আপনাদের নিভৃতে কাজ করতে হয়। তাই বলে আপনাদের কাজ যে ক্ষুদ্র, তেমন না।”

সহ-সম্পাদকের কাজে নারীদের বেশি করে সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান দেশের প্রথম নারী স্পিকার শিরীন।

ডিএসইসি সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।