Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: বক্স জেলির বিষে যে টক্সিন রয়েছে তা পৃথিবীর সব থেকে মারাত্মক বিষ বলে গণ্য করা হয়। এর বিষের ফলে হার্ট অ্যাটাক, স্নায়বিক সিস্টেম ও ত্বক কোষে সমস্যা হয়। এর ফলে মানব শরীরে প্রচুর পরিমাণে ব্যথার সৃষ্টি হয়। যারা এই বিষের শিকার হয়েছে, তারা তীরে আসার পূর্বেই কোমা, হার্ট অ্যাটাক অথবা মৃত্যুবরন করেছেন। যারা বক্স জেলির হাত থেকে বেঁচে গিয়েছিল, তারা অনেক দিন যাবত মাথা ব্যাথায় ভুগেছে এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে।

কুখ্যাত বক্স জেলি মাছ অথবা চিংড়ির মত হলেও, এতে যে বিষ রয়েছে তা যেকোনো মুহূর্তে যে কাউকে অচেতন করে ফেলতে পারে। তাদের শিকার করতে গেলে, তাদের সূক্ষ্ম ও তির্যক বিষের বিচ্ছরন হতে বেঁচে আসা অনেক কঠিন।

সকল জেলি মাছের মধ্যে বক্স জেলি মাছ সবচেয়ে উন্নত। এরা অনেক শক্তিশালীও। এদের শরীরের চারপাশে ছয় জোড়া চোখ রয়েছে। এদের প্রতিটি ক্লাস্টার এ এক জোড়া করে চোখ রয়েছে। প্রতিটি চোখে অত্যাধুনিক লেন্স, রেটিনা,আইরিশ, রামধনু এবং কর্নিয়া রয়েছে। কিন্তু তাদের কোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই, তারা কিভাবে চোখে দেখতে পায়, তা এখনও বিজ্ঞানীগণ আবিস্কার করতে পারেন নি