
ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদের ভাষ্য, স্টেশন থেকে শুরু করে নটরডেম কলেজের মোড় পর্যন্ত অবরোধ চলছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে শতাধিক পোশাকশ্রমিক সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি বাসে ভাঙচুর চালান। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যেন ভিন্ন দকে না যায় সেদিকে পুলিশ লক্ষ রাখছে। শ্রমিকদের দাবি নিয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। বেলা একটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।
বিক্ষুব্ধ শ্রমিকেরা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, বাসচালকসহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।