Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 pouro_nirbachonখোলা বাজার২৪,৮ ডিসেম্বর ২০১৫:আসন্ন পৌরসভা নির্বাচনে ৮৬৩টি মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।
এর মধ্যে মেয়র পদে ১৩৫, সাধারণ কাউন্সিলর পদে ৫৭২ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।৫ ও ৬ ডিসেম্বর বাছাই শেষে আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য জানান।তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা মেয়র পদে ৯৬১, কাউন্সিলর পদে ৯ হাজার ১৬৯ এবং সংরক্ষিত পদে ২ হাজার ৫১২ প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন। এখন তিন পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪২ জন।এ বিষয়ে কমিশনের উপ সচিব শামসুল আলম জানান, সব প্রার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা অবৈধ হয়েছে তারা তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন।ইসির সমন্বয় শাখার তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৫০৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।এবার পৌর নির্বাচনে মেয়র পদে ২০টি দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত পদে ২ হাজার ৬৬৮ ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন ৯ হাজার ৭৪১ জন প্রার্থী।আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম মেয়র পদে দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।