সারা দেশে আসন্ন পৌরসভা নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিএনপির প্রতিনিধিদলটি ইসিতে যাচ্ছে বলে জানা গেছে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশের ২৩৬টি পৌরসভা নির্বাচন।