খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেন।
মঙ্গলবার তার আবেদন শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত জামিন দেয়।
সেইসঙ্গে কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। তিন সপ্তাহের মধ্যে সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই ক্রিকেটারের জামিন আবেদন নাকচ করেছিল।
অবশ্য একই আদালত গত ১ ডিসেম্বর শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে ১৭ জানুয়ারি পর্যন্ত জামিন দেয়।
হাই কোর্টে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিরুর আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
আদেশের পর মনিরুজ্জামান বলেন, “আমরা এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাব।”
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।
পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেলক হক নামে এক সাংবাদিক।
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।
এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে মামলা করলে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী নিত্য।
এর এক মাসের মাথায় ৪ অক্টোবর নিত্যকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শাহাদাতও আদালতে আত্মসমর্পণ করেন।
নির্যাতনের যে বর্ণনা ওই শিশু আদালতের জবানবন্দিতে দিয়েছে তাতে বলা হয়েছে, শাহাদাত রুটি বানানোর বেলন দিয়ে তাকে পিটিয়ে পরে আবার আঘাতের স্থানে বরফ লাগাতেন।
চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে মেয়েটি।