খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ ঢাকার কেরানীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা ঘোষকে অপহরণ ও হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভবানীপ্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়।
আপিলের রায়ে আসামি মোহাম্মদ মানিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
আর আসামি জনি ঘোষ ওরফে জনা, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো. আলাউদ্দিনকে খাটতে হবে যাবজ্জীবন সাজা।
ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম ২০০৯ সালের ডিসেম্বরে আসামিদের এই সাজারই রায় দিয়েছিলেন।