খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হাসাখাহ প্রদেশের আল-হোল শহরের আল-খান গ্রামে ওই হামলা চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইরাকি মুখপাত্র বলেন, তারা প্রতিবেদনটি তদন্ত করে দেখছেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে সিরিয়ার সরকার জানিয়েছে, বিমান হামলায় তাদের ৩ সেনা সদস্যও নিহত হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, দেইর-আল-জার প্রদেশের একটি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। একে জঘন্য আগ্রাসন বলেও অভিহিত করেছে দেশটি।