Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার দুপুরে সিলেটে কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগে ৯১-৯২ হাজার কোটি টাকার বাজেট হতো। আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। উন্নয়ন করছে। বাজেটের আকারও বাড়ছে। তাই আগামী বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার হবে।

কর্মীসভায় অর্থমন্ত্রী তার ভাই জাতিসংঘের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড. আবুল মুমেনকেও পরিচয় করিয়ে দেন।

সিলেট মদন মোহন কলেজের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী সিলেটে আসছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফর ৯৯ ভাগ নিশ্চিত।

উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ২৫১ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।