Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ প্যারিসে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক মহল ও বিভিন্ন দেশের অসংখ্য মানুষ ইসলামকে দায়ী করেছেন। অনেকের চিন্তা-ভাবনা এরকম যেন ইসলাম মানুষকে বিদ্বেষী বানাচ্ছেন।
সেই ঘটনার জের ধরে এবার হল্যান্ডের দুইজন মানুষ একটি অভিজ্ঞতা নেয়ার জন্য পরীক্ষা করেন। তারা বাইবেল ক্রয় করে তার উপরের কভার কোরআন শরীফের কভার দিয়ে পরিবর্তন করে দেন। এরপর তাদের পরীক্ষা করা শুরু হয়।

অমুসলিম ব্যক্তিদের মাঝে অনেকেই মনে করে, ইসলাম ধর্ম জঙ্গিবাদের পক্ষে কথা বলে। কোরআনে এরকম কিছু আদেশ রয়েছে, যার ফলে মানুষ হত্যার নেশায় মেতে উঠে। তবে তাদের এই অন্ধ-বিশ্বাসকে ভুল প্রমাণিত করার জন্য এই পন্থা অবলম্বন।

তারা কোরআনের কভার দ্বারা বাইবেল ঢেকে নিয়ে পথের মানুষের কাছে যান এবং তাদেরকে কিছু লাইন পড়ান। বাইবেলের একটি অনুচ্ছেদে রয়েছে, ‘যদি দুইজন মানুষ একসাথে ঘুমিয়ে থাকে, তাহলে তাদের দুইজনকে একসাথে হত্যা করতে হবে’।

এই অনুচ্ছেদের ব্যাপারে পথচারীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান, ‘এ কথায় মানুষ কীভাবে বিশ্বাস করতে পারে। এটা আমার নিকট অবিশ্বাস্য।’

‘পৃথিবী বদলে যাচ্ছে। আমার মনে হয়, তাদেরও নিজেদের বদলিয়ে ফেলা উচিত।‘আপনি যদি এই ধরণের বই পড়ে বড় হন, তাহলে আপনার চিন্তা-ভাবনায় ছোটকাল থেকেই এর প্রভাব বিদ্যামান থাকবে।’‘এটা শুনে আমার মনে হচ্ছে, তারা নিজেদের বিশ্বাসে আমাদের বিশ্বাসী করার জন্য জোর করছেন।’

তাদেরকে যখন কোরআন ও বাইবেলের মধ্যে পার্থক্য করতে বলা হয়, তখন তারা বলেন যে, কোরআন মানুষকে বিদ্বেষী করে তুলছেন। কোরআনের ভাষায় মানুষ আরও আক্রমণাত্মক হয়ে উঠে।
পরবর্তীতে তাদের সামনে যখন সত্য প্রকাশ করা হয় যে, তারা আসলে কোরআন নয় বাইবেল পড়ছিলেন তখন তারা আশ্চর্য হয়ে যান। তখন খ্রিস্টান ধর্ম পালনকারীরা বলেন যে, তারা ছোটকালে বাইবেল পড়েছিলেন, কিন্তু এরকম কথা বাইবেলে আছে বলে তাদের জানা ছিল না।–সূত্র: মেট্রো।