খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: নতুন দল পেয়ে গেলো আইপিএলের নবম এবং দশম আসর। পুনে এবং রাজকোট। ফিক্সিংয়ের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ আইপিএলের সবচেয়ে বেশি সফল দল চেন্নাই এবং প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। তাদের স্থান পূরণ করতেই নতুন দুটি ফ্রাঞ্চাইজিকে দুই বছরের জন্য অন্তর্ভূক্ত করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
পুণে দল কিনলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবং রাজকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেল মোবাইল কোম্পানি ইনটেক্স গ্রুপের হাতে। আইপিএল নাইন ও টেন সংস্করণে দেখা যাবে এই নতুন দু’টি দল। পুণের জন্য ১৬ কোটি রুপি দরপত্র জমা দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার নিউ রাইজিং কনসোর্টিয়াম। আর ১০ কোটি টাকার দরপত্র জমা দিয়ে রাজকোট ফ্র্যাঞ্চাইজির মালিকা পেলো ইনটেক্স গ্রুপ।
দু’ বছরের জন্য নিষিদ্ধ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে মঙ্গলবার আত্মপ্রকাশ ঘটে আইপিএলে এই দু’টি দলের। ২০১৩ আইপিএলে চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক ম্যাচ ফিক্সিংয়ে জুয়াড়িদের সঙ্গে হাত মেলানোয় দু’ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সুপার কিংস ও রয়্যালসকে।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপন্ন এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রা ষষ্ঠ আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সরিসরি যুক্ত থাকায় সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন দু’বছরের জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করে। এই দু’টি ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে নতুন দু’টি দল অর্থাৎ পুণে ও রাজকোটের হয়ে।