খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: দীর্ঘ সাড়ে চার ঘণ্টার পর অজ্ঞান অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হলেও বাঁচানো গেলো না রাজধানীর শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু নিরবকে। অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার সোহেল রানা শিশু নিরবকে (৫) মৃত ঘোষণা করেন।
আজ রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকরা নীরবকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে ম্যানহোলের সঙ্গে সংযুক্ত ড্রেনের শেষপ্রান্ত বুড়িগঙ্গা স্লুইস গেটে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে নীরবকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কদমতলী থানা সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকনা না থাকা একটি ম্যানহোলে পড়ে যায় শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।