খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার পরবর্তী শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ এ আদেশ দেন। ওই আদালতের বিশেষ সহকারী কৌঁসুলি মাহাবুবুর রহমান বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা এই মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মাইনুল ইসলামকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী রবিবারও আসামিপক্ষ মামলার এই তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ফেব্র“য়ারি রাতে পল্লবীর কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নাজিম উদ্দিন পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরে গত বছরের ২৯ জানুয়ারি এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।