খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সন্ত্রাসীদের বাঁচাতে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার না করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।
তিনি রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ করছে তার জবাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যারা পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যদি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তাদের কোন দলের নেতা-কর্মী হিসেবে বিবেচনা করার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, তারা যত বড় সন্ত্রাসী এবং ক্ষমতাধরই হোক না কেন তারা বিচারের হাত থেকে রেহাই পাবে না। কারণ তাদের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ রয়েছে এবং তা প্রমাণিত হয়েছে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। নির্বাচনে অংশ না নেওয়ার অধিকার তাদের রয়েছে। কিন্তু দেশের জনগণের ভোটাধিকার হরনের অধিকার বিএনপির নেই। কারণ নির্বাচন প্রতিহত করার নামে তারা পাঁচ শতাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে এবং প্রিজাইডিং কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করেছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, তাই জনগণের ভোটের অধিকার বিএনপি হরণ করেছে, আওয়ামী লীগ নয়। আর সে দায় এড়ানোর জন্য তারা (বিএনপি) সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার হরণ করে যে অপকর্ম করেছে তার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জয়ী হতে চায়, বিএনপির এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, তাদের(বিএনপি)’র এ ধরনের দাবি হাস্যকর অভিযোগ ছাড়া আর কিছুই নয়। কেননা এখনো ভোটের প্রচার-প্রচারণাই শুরু হয় নি।
এ বিষয়ে তিনি বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে ভোটার ও তাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিএনপি এ হীন কৌশল বেছে নিয়েছে। কারণ নির্বাচন নিয়ে এমন কোন ঘটনা ঘটেনি যে এমন অভিযোগ করার কারণ আছে।
হানিফ বলেন, বিএনপি পরাজয়ের শঙ্কা থেকেই সব সময় এ ধরনের উদ্ভট অভিযোগ করে থাকে। তবে তারা এমন কাল্পনিক অভিযোগ করে নিজেদের দায়মুক্ত করতে পারবে না।