Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nazrul pirojpurখোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫:গত ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন মৃত আঃ মজিদ খানের পুত্র । যা গত ৯ মার্চ ২০১৪ইং তারিখে গেজেটের মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় অহেতুক বা হটকারী সিদ্ধান্ত নিয়ে নজরুল ইসলাম খানের সম্মান হানি ও হয়রানী করার মানসে গত ১২ এপ্রিল ২০১৫ তারিখে ৪৬,০৪৬,০২৭,০০,৪২১,২০১৪ (অংশ-১)-৩৯৯ নং স্মারকে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা উপজেলা ভাইস চেয়ারম্যানকে দেয়া হয় এবং গত ১৩ এপ্রিল ২০১৫ তারিয়ে ৪৬,০৪৬,০২৭,০০,৪২১,২০১৪ (অংশ-১)-৪২৭ নং স্মারকে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন, ২০১১) এর ১৩ (খ) (১) ধারা মোতাবেক নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত স্মারক ২টি চ্যালেঞ্জ করে নজরুল ইসলাম খান হাইকোর্ট বিভাগে রিট পিটিশণ দায়ের করেন। যার রিট পিটিশন নং-১২২৬৪/২০১৫। হাইকোর্ট শুনানী শেষে ১ ডিসেম্বর ২০১৫ইং তারিখ রুল জারি করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্মারক দুটি ৬ মাসের জন্য স্থগিত করেন। এর ফলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনে আর কোন বাধা রইল না মোঃ নজরুল ইসলাম খানের।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ২০১৫ তারিখে মোঃ নজরুল ইসলাম খানকে নাজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে পুনঃবহালের আদেশ দেয় হাইকোর্ট। নজরুল ইসলাম খানকে চেয়ারম্যানের পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারী করা অপসারণের আদেশ বাতিল করে আদালত। একই সঙ্গে উপ-নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করা হয়।