খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজারে এটিএম বুথ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের শুভ উদ্বোধন ঘোষনা করেন। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শফি মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা দক্ষিন জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কে. এম. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদ, মোহাম্মদ আলী ও ইকবাল হোসেন প্রমূখ।