Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ঋণ কেলেঙ্কারি নিয়ে আলোচিত বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক ও একজন মহাব্যবস্থাপককে (জিএম) চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এই চার কর্মকর্তা হলেন- উপব্যাবস্থাপনা পরিচালক ফজলুস সোবাহান, রুহুল আলম ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক মাহবুবুল আলম।

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। এরপর বুধবার ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক খন্দকার মো. ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

ওই আদেশে চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকের অর্থ ‘অপ্রয়োজনীয় খাতে’ ব্যায়, ‍ঋণ অনিয়মে জড়িত থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে।

২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর তিন শাখা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে।

তখনকার পরিচালনা পর্ষদ নিয়মনীতির তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদন করায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি এই সঙ্কটে পড়ে বলে অভিযোগ ওঠে।

প্রায় চার বছর অনুসন্ধানের পর চলতি বছর সেপ্টেম্বর ১৫৬ জনকে আসামি করে মোট ৫৬টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই আসামিদের মধ্যে ২৬ জন ব্যাংক কর্মকর্তা, বাকিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ও ব্যাংক নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

তবে ‘পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায়’ এসব মামলায় আসামির তালিকায় পরিচালনা পর্ষদের কোনো সদস্যের নাম দেয়নি দুদক।