Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: বিএনপি কোন উদ্দেশ্য নিয়ে পৌরসভা নির্বাচনে এসেছে তা জাতির কাছে পরিষ্কার নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আপনাদের (বিএনপির) কথাবার্তা শুনে জাতির সন্দেহ হয় আপনারা এই নির্বাচনকে বিতর্কিত করতেই হয়তো কোনও নীল নকশা বাস্তবায়ন করছেন। আপনাদের অনেক নেতাই নির্বাচন থেকে সরে যাব কি যাব না এই ধরনের ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখছেন। যাতে মনে হয় পৌর সভা নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে ষড়যন্ত্র আছে।

বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

হানিফ বলেন, বিএনপি নেত্রী বলেনছেন গণতন্ত্রের স্বার্থেই নাকি তারা নির্বাচনে এসেছেন। এর চেয়ে হাস্যকর বক্তব্য আর কিছু হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জাতীয় নির্বাচন তাতে আপনারা অংশ নিলেন না। আর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আপনি গণতন্ত্র রক্ষা করবেন। এ দুর্ঘটনায় মারা ব্যক্তিকে দেখে কেউ বললো ‘ প্রাণ গেলেও চোখ টা অক্ষত আছে’ এমন কথা। দেশ ও জনগণের স্বার্থে পৌর নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যে সেনাবাহিনী আমাদের গর্ভ তাদের নিয়ে তিনি কুরুচি পূর্ণ বক্তব্য দেওয়া শুরু করেছেন। যে সেনাবাহিনীকি নিয়ে খালেদা জিয়া নিজেই এক সময় গর্ভ করেছিলেন। নিজে ক্ষমতায় থাকার জন্য। ওনি ভেবেছিলেন সেনা বাহিনীকে ব্যবহার করতে পারবেন। সেটা করতে না পেরে তিনি আজ এই বক্তব্য দিলেন। আমরা আশা করি খালেদা জিয়া সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলেই জাতি ভাল মনে করবে।

‘ডাইনীর কবলে দেশ’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা আওয়ামী লীগের এই নেতা বলেন, তার এই কথা শুনে না হেসে পারি না। ডাইনী কে তা আজ প্রমাণিত। একটা সময় আমরা রুপকথায় ডাইনীদের গল্প শুনতাম। আর আজ ছোট ছেলে মেয়েরা আপনাকে ডাইনী হিসেবে দেখে।

র‌্যারে ডিজিকে নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, র‌্যারে ডিজিকে নিয়ে তার নাম ধরে এই ধরনের অরুচিকর বক্তব্য একটি দলের প্রধানের মুখে কতটা শোভা পায় তা আমাদের বোধগম্য নয়। আওয়ামী লীগ থাকলে দেশে জঙ্গিবাদ থাকবে বিএনপি নেত্রীর এমন বক্তব্যেরও কঠোর প্রতিবাদ জানান হানিফ।