খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বাউয়াডির একটি স্কুল থেকে দ্বিতীয় গ্রেডের ৬ জন অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। রোববার এই স্কুল শিক্ষার্থীদের স্কুলের সময় শেষে অপহরণ করা হয়েছিল।
সোমবার তাদের একটি শপিং মল থেকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। উদ্ধার হওয়া আইমান মোমিনার চাচা জানান, তার ভাতিজিকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে তার কাছে দেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এর আগে স্কুল ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ জানিয়েছিলেন, পেছনের দরজা দিয়ে তাদের অপহরণ করা হয়েছিল। তবে এই দরজা খুব সহজেই খোলা হয় না। কে বা কারা তাদের অপহরণ করেছে এই বিষয়টি এখনো জানাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। অপহরণের পরে এই শিশুদের নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। তাদের অপহরণকারীর কাছ থেকে উদ্ধার করার জন্য দোয়া করা হয়েছে।
সূত্র: আরব নিউজ