Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অতীতের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন আমাদের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতি জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। মোঃ আবদুল হামিদ বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ কর্মসূচি ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে উদ্বুদ্ধ করবে।”

তিনি বিদ্যুৎ ও জ্বালানি আধুনিক সভ্যতার একটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব অনুধাবন করে এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উৎপাদন, সঞ্চালন ও বিতরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি বলেন, নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে ১১,৮৭৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ভারতসহ অন্যান্য সার্কভুক্ত দেশ থেকেও বিদ্যুৎ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০০৯ সাল হতে এ পর্যন্ত নতুন তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং দৈনিক গড়ে ৯৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

দেশজ জ্বালানির অন্যতম প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও বিতরণ এবং কয়লা ও গ্রানাইট পাথর উত্তোলন ও বিপণনের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি এসব প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ‘জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫’ এর সার্বিক সাফল্য কামনা করেন।