খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ মূলত আমরা টিভিতে রেস্লিং দেখে মজা নেই। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে টিকেট কেটে এই আনন্দ নেয়া যায়। কিন্তু মহাসড়কে যখন দুই নারীর মাঝে লড়াই লাগে তখন এর জন্য কোন টিকেটের প্রয়োজন হয় না।
সেরকমই এক কাহিনী ঘটে গেল মহাসড়কে। দুইজন নারী নিজেদের গাড়ি পার্কিং এর জায়গা নিয়ে কথা কাটাকাটি শুরু করেন।
এর মাঝে এক-পর্যায়ে তারা একে-অপরের সাথে মারামারি শুরু করেন। যেন-তেন নয়, তারা একে-অপরের চুল টেনে ধরে মারামারি শুরু করেন। সেখানে উপস্থিত একজন মোবাইলে ভিডিও ধারণ করেন।