খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপে শুরুটা বাজে হয়েছে সিদ্দিকুরের। যৌথভাবে ৮৫তম স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় একটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট বেশি খেলে ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৮৫তম স্থানে রয়েছেন ৩১ বছর বয়সী এই গলফার।
১০ লাখ ডলার প্রাইজমানির এই আসরে শীর্ষে রয়েছেন জেমি ডোনাল্ডসন। ওয়েলসের এই গলফার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন।