Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: রাজস্ব আদায়ের ‘বিশাল লক্ষ্য’ অর্জনে ইমামদের প্রশিক্ষণ দেওয়াসহ বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)।

রাজস্ব আহরণের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রাজধানীর সেগুনবাগিচার এনবি আর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অর্থবছরের শুরুতে যখন আমাদের (এনবি আরের) ওপর বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হলো, তখন আমরা ঠিক করি, কিছু অভিনব উপায়ে রাজস্ব আদায়ের উদ্যোগ নিতে হবে। এর মধ্যে রাজস্ব সংলাপ একটি অন্যতম উপায়।

“এই সংলাপের মাধ্যমে আমরা জনসাধারণকে বোঝাতে চেষ্টা করব, কর বা মূসক দেওয়া তাদের নাগরিক দায়িত্ব। যেমন আমি ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের সাথে আলাপ করেছি। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার প্রধান যারা, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে জনসাধারণকে সতেচন করা হবে।”

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের এই প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে এনবি আর চেয়ারম্যান বলেন, “যাতে ইমামরা রাজস্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পান। ইমামদের মাধ্যমে প্রত্যেক মসজিদে রাজস্ব সংলাপ করা হবে।

“ইমামরা মুসল্লিদের হক আদায়ের বিষয়ে বলেন। ট্যাক্সও নাগরিকের কাছে রাষ্ট্রের হক, নাগরিকরা যাতে সেই হক আদায় করে। একইভাবে ভিক্ষু, ফাদাররাও এসব বিষয়ে আলোচনা করবেন।”

নজিবুর রহমান জানান, জনপ্রতিনিধিদের নিয়েও বিভিন্ন এলাকায় আলোচনা সভা হবে। এজন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীকে নিয়ে চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে তার এলাকায় আলোচনা করা হবে। জনপ্রতিনিধিরা রাজস্ব বিষয়ে জনগণকে ধারণা দেবেন। একইভাবে উপজেলা পর্যায়ে এ ধরনের কার্যক্রম নেওয়া হবে।

“আমরা এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআইর সাথে আলোচনা করেছি। এসব সংগঠন ব্যবসায়ীদের সাথে আলোচনা করবে। একইসাথে সরকারের যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আমরা রাজস্ব বিষয়ক একটি মডিউল যোগ করছি। যারা প্রশিক্ষণ নেবেন, তাদের রাজস্ব বিষয়ে ধারণা দেওয়া হবে,” বলেন এনবি আর চেয়ারম্যান।

তিনি জানান, করদাতাদের সঙ্গে রাজস্ব বোর্ডের যোগাযোগ বাড়াতে প্রতিটি জেলায় রাজস্ব ভবন করা ও উপজেলা অফিসগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ রয়েছে। এখন কেন্দ্র চলে যাবে উপজেলায়।

ব্যাংকের হিসাবধারীদের যাতে টিআইএন, ভ্যাট, বি আইএন নম্বর থাকে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান এনবি আর চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে এনবি আর চেয়ারম্যান চলতি অর্থবছরের পাঁচ মাসের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন।

তিনি জানান, চলতি অর্থবছরে এক লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য রয়েছে এনবি আরের।
এর মধ্যে পাঁচ মাসে ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকা আদায় হয়েছে।

“নভেম্বরে রাজস্ব আদায়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটা আমাদের সকলকে উৎসাহিত করছে।”

৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার প্রসঙ্গে

সংবাদ সম্মেলনে ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) প্রতিবেদনের বরাত দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। আমদানি-রপ্তানির সময় পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এসব পাচার হয়েছে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের কী করণীয় আছে।

জবাবে এনবি আর চেয়ারম্যান বলেন, “এই রিপোর্ট আমাদের উদ্বিগ্ন করেছে। মুদ্রা পাচার রোধে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বহুদূরে যেতে হবে। আমরা যত গভীরে যাচ্ছি বিভিন্ন ধরনের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছি। অনেকে ভয়ভীতি দেখাচ্ছে।”

এনবি আর, বাংলাদেশ ব্যাংক, দুদক ও পুলিশ মুদ্রা পাচার রোধে কাজ করছে- জানিয়ে নজিবুর রহমান বলেন, “পাশাপাশি যারা অবৈধ বাণিজ্যে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

“আমরা আমাদের সব ধরনের গোয়েন্দা (শুল্ক ও ভ্যাট) বিভাগকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে বলেছি। কমিশনারদেরও বলেছি, মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে।”

জিএফআই বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলেছে, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে। ২০১২ সালে এর পরিমাণ ৭২২ কোটি ৫০ লাখ ডলার।

যমুনার বাবুলের বিরুদ্ধে জিডি প্রসঙ্গে

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও তার মালিকানাধীন পত্রিকা যুগান্তরের সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে বুধবার এনবি আরের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রসঙ্গও সংবাদ সম্মেলনে আসে।

যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের দুজন সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে নজিবুর রহমান বলেন, “এনবি আর আইনের আশ্রয় নিয়েছে; আইনি ফোরামেই এ বিষয়ে কথা বলবে।