Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫: দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। রাত ১০টার কিছু পর শেষ হয় বৈঠক।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে জে মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জে. অব. আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সারওয়ারী রহমান, ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। এর আগে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন।