খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫: ভাংচুরের শিকার হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় রোগীর স্বজনরা ভাংচুর করেন বলে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদারের এক ভাই দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। ২৬ দিন আগে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে।
“ওই রোগী মারা গেলেও বিল বাড়ানোর জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে-এমন কথা ওঠার মধ্যে রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন স্বজন তাকে দেখতে যান।”
এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং ওই রোগীর স্বজনরা নিচে নেমে এসে ভাংচুর করেন বলে ওসি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
হাসপাতালের নিচতলায় ফ্রন্ট ডেস্ক, কম্পিউটার, ভিতর-বাইরের গ্লাস ও বিভিন্ন আসবাব ভাঙা হয়েছে।
এ বিষয়ে জানতে ইউনাইটেড হাসপাতালে ফোন করা হলে নাম প্রকাশ না করে একজন বলেন, “সাত/আটজন মিলে রোগীকে দেখতে যাওয়ায় নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে হাতাহাতি থেকে ভাংচুরের ঘটনা ঘটে।” ঘটনার পর রাতেই হাসপাতালে ছুটে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তিনি বলেন, “ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। ভাংচুরের বিষয়টি অপ্রত্যাশিত।