খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫: অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বহু আকাক্সিক্ষত স্বপ্নের পদ্মা সেতু। হাজারও মানুষের ঘামে-শ্রমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মূল সেতুর নির্মাণ কাজ।
পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্যোন্নয়নের দ্বার উন্মোচিত হবে। সূচিত হবে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবইতিহাসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাব এবং ঐকান্তিক চেষ্টায় শত প্রতিকূলতা সত্ত্বেও দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ। –
পদ্মার দুপাড়ে এখন উচ্ছ্বাসের জোয়ার, সাজ সাজ রব। একদিকে প্রকল্প এলাকায় চলছে বিশাল নির্মাণযজ্ঞ। অন্যদিকে পদ্মা সেতুর রূপকার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার ব্যস্ততা।
প্রধানমন্ত্রীর আগমনের খবরে এ এলাকার মানুষের মনে বইছে আনন্দের হাওয়া। তাদের প্রাণের দাবি পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীকে সম্মান ও স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকাবাসী।