Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫: বাস্তব রূপ নিচ্ছে দেশের সবচেয়ে বড় স্বপ্নের পদ্মাসেতু।পরিকল্পনা মাফিক সবকিছু হলে তিন বছর পর পদ্মাসেতুতে চলবে গাড়ি ও ট্রেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়াপ্রান্তে সেতুর সার্ভিস পাইলিং এবং জাজিরাপ্রান্তে নদীশাসনের কাজ উদ্বোধন করবেন। আর প্রধানমন্ত্রীর সফল উপলক্ষে পদ্মাসেতু এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে।

এক নজরে পদ্মাসেতু-

মূল সেতুর দৈর্ঘ্য : ৬ দশমিক ১৫ কিলোমিটার

প্রস্থ : দ্বিতীয় তলায় (আপার ডেকে) ৭২ ফুটের চার লেনের সড়ক

রেললাইন : নিচ তলায় (লোয়ার ডেকে) ডাবল গেজ

পিলার সংখ্যা : ৪২ (নদীতে ৪০টি)

ভায়াডাক্ট : দুই প্রান্তে সর্বমোট ৩ দশমিক ১৮ কিলোমিটার

ভায়াডাক্ট পিলার : ৮১টি

পানির স্তর থেকে উচ্চতা : ৬০ ফুট

পাইলিং গভীরতা : ৩৮৩ ফুট

প্রতি পিলারের জন্য পাইলিং : ৬টি

মোট পাইলিং সংখ্যা : ২৬৪ টি

সংযোগ সড়ক : দুই প্রান্তে ১৪ কিলোমিটার

নদীশাসন : দুই পাড়ে ১২ কিলোমিটার প্রকল্পের মোট ব্যয় :২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ মূল সেতুতে

ব্যয় : ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ

নদীশাসন ব্যয় : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ

অন্যান্য ব্যয় : ৭ হাজার ৯৫২ কোটি ১৯ লাখ

জনবল : প্রায় ৪ হাজার

নির্মাণকাজ শেষ : ডিসেম্বর, ২০১৮

সেতুতে যা থাকছে : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।