Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫ : দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি প্রশ্ন রেখেছেন, বোমা হামলার সময় তারা (আইনশৃঙ্খলা বাহিনী) কোথায় ছিল?

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় ‘সংখ্যালঘুদের’ ওপর হামলার ঘটনায় নিরাপত্তাকর্মীদের সমালোচনা করে বক্তব্য শুরু করেন সাবেক এই মন্ত্রী।

সুরঞ্জিত বলেন, “দিনাজপুরে এত বড় ঘটনার পরও কেন সেখানে গতকাল পুলিশ ছিল না। ইসকন মন্দিরে গুলি, বোমা হামলা হয়েছে; দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিল, আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন।”

এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় তিন যুবক সেখানে হামলা চালায়। এতে দুই জন গুলিবিদ্ধ হন।

রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত বলেন, “দিন দিন দেশে সংখ্যালঘুর সংখ্যা কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে।”

পৌর নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপির এই কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। তিনি (খালেদা জিয়া) এইসব অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। আবার নাকি বিভাগীয় তদন্ত কমিটি করবে? নির্বাচনে এরকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।”

এবারের পৌর নির্বাচন আগামী দিনের গণতান্ত্রিক ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, “এবারের নির্বাচনে বিএনপিকে প্রমাণ করতে হবে তারা গণতান্ত্রিক রাজনীতি করবেন কিনা। এ নির্বাচন আগামী দিনের গণতান্ত্রিক ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ফেইসবুক খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সুরঞ্জিত বলেন, “গণতান্ত্রিক সরকার ডিজিটাল দেশ গড়বেন আর ফেইসবুক বন্ধ রাখবেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তা বন্ধ করে দেবেন- তা হয় না। তাছাড়া ফেইসবুক কর্তৃপক্ষের সাথে সরকারের কী কথা হয়েছে তা জনগণের সামনে তুলে ধরুন, স্পষ্ট করুন।”