Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫ : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত যাতে নাশকতা করার মওকা না পায়, পৌরসভা নির্বাচনে উপযুক্ত লোকদের বিজয়ী করে সে সুযোগ রুদ্ধ করে দিতে হবে।

তিনি আজ মাদারীপুর শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হবে। বিগত দিনের রাজনীতির দিক বিবেচনা করেই জনগণ এবার নৌকা প্রতীকেই ভোট দিবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনের বিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, বিধি ভঙ্গকারীরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। নির্বাচনে আচরণবিধি অনুসরণ না করলে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তাহমিনা সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি প্রফেসর মো. আবদুর রশিদ, সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল এবং পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন।