Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫ : পৌরভোট নিয়ে ‘সরকারের পরিকল্পনা’ বাস্তবায়নে নির্বাচন কমিশন ‘আগের মতোই অনুগামীর’ ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “প্রশাসনের নাকের ডগাতেই আগামী পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। আর এসব ঘটছে নির্বাচন কমিশনের জ্ঞাতসারে, দৃষ্টিসীমায়।

“সরকারের লাগামহীন লোভ চরিতার্থ করতে নির্বাচন কমিশন আগের মতোই অনুগামীর ভূমিকা পালন করছে।”

নির্বাচনকে প্রভাবিত করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণগ্রেপ্তার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

“সরকার বিএনপিকে নিশ্চিহ্ন ও নির্বংশ করার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে; সেই কাজই এখন চলছে।”

দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী দলটির যুগ্ম মহাসচিব বলেন, “এরকম পরিস্থিতি টিকিয়ে রেখে অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনো সম্ভব নয়।”

মন্ত্রী-এমপিরাও প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রিজভী বলেন, “পৌর নির্বাচন নিয়ে সরকারের অশুভ কর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজেদের আত্মার নীতিবোধকে আর কলঙ্কিত করবেন না।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ আটক দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান সদ্য কারামুক্ত রিজভী।

“আমি নিজে দেখে এসেছি, ৮৫ বছরের রাজনীতিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও মন্ত্রী এমকে আনোয়ারকে ভয়ঙ্করভাবে টেনে হিঁচড়ে ভ্যানে উঠিয়ে কাশিপুর থেকে ঢাকা কোর্টে আনা হতো। এরকমভাবে এই বর্ষীয়ান নেতাকে বার বার আনা নেওয়া করা হয়েছে- এটা অমানবিক ও ভয়ঙ্কর ধরনের মানবাধিকার পরিপন্থি কাজ।”

সংবাদ সম্মেলনে বিএনপির সংবাদ প্রচার করায় সরকার প্রতিশোধ নিতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম ও সাংবাদিক কনক সারোয়ারকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী।

“আমরা যা বলতাম, সেটা তারা প্রচার করতো। শুধু এই অভিযোগে ইটিভির চেয়ারম্যান মালিক আবদুস সালাম ও সাংবাদিক কনক সারোয়ার কারাগারে।

“কেন বিরোধী দলের সংবাদ প্রচার করা হয়, এটি করতে গিয়ে প্রতিশোধ ও প্রতিহিংসা এতো তীব্র হয়েছে যে, জেলে থাকা অবস্থায় ইটিভি দখল করে নেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগের সমর্থিত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

“এই ধরনের ডাকাতি এর আগে আমি কখনো দেখিনি।আবদুস সালামকে কারাগারে বন্দি করে একরকম জিম্মি করে তার প্রতিষ্ঠানটিকে দখল করে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আবদুস সালাম ও সাংবাদিক কনক সারোয়ারের মুক্তির দাবি জানান তিনি।

এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তারেরও সমালোচনাও করেন রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা ও রফিক শিকদার।