খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫ গার্মেন্ট কর্মী স্ত্রীকে ছুরি মেরে হত্যার পর গাজীপুরের এক রিকশাচালক একই ছুরিতে নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম (৩০)দিনাজপুরের বিরামপুর থানার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। কাজ করতেন সফিপুর মাহমুদ ডেনিমস নামের একটি পোশাক কারখানায়। তার স্বামী রায়হান আলী (৩৮) দিনাজপুরের নবাবগঞ্জ থানার আলতাফ আলীর ছেলে।
তারা সফিপুর পূর্বপাড়া এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রানু (১৪) ও মুন্নুজান (১১) নামে দুটি মেয়ে এবং খালেদ (৫) নামে একটি ছেলে রয়েছে তাদের।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইফুল বলেন, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।
“শনিবার রাতে কারখানার কাজ শেষে হালিমা বাড়ি ফেরার সময় পথে একটি নির্জন স্থানে অপেক্ষায় থাকা রায়হান ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করতে থাকেন। এ সময় হালিমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে রায়হান ওই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে।”
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সফিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ সদস্য।
পুলিশ তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকের কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই সাইফুল বলেন, “ছুরিটি রায়হানের পেটে আটকানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।