খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: ২০১৫ সালের সেরা অ্যাপগুলোর তালিকা বের করেছে দুই মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আর গুগল। মজার ব্যাপার হচ্ছে দুই প্রতিষ্ঠানের তালিকাতেই এমন অ্যাপ মোটে তিনটি – এইচবিও নাও, রবিনহুড আর জেট।
এইচবিও নাও হচ্ছে এইচবিও-এর নতুন কেবল-ফ্রি সাবসক্রিপশন সেবা। রবিনহুড হচ্ছে বিনা খরচে শেয়ার বেচা-কেনার অ্যাপ আর জেট অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আইটিউনসে বছরের সেরা অ্যাপগুলো হল:
পেরিস্কোপ- অ্যাপ অফ দ্যা ইয়ার
এনলাইট- রানার আপ
রবিনহুড- রানার আপ
ওয়ার্কফ্লো- সবচেয়ে উদ্ভাবনী
ইনস্টাগ্রাম- আইফোন ৬এস-এর সেরা অ্যাপ
এইচবিও নাও
হপার
ডার্করুম
লার্ক
দ্যা এভরিথিং মেশিন
পেইসমেকার
টেনডেম
জেট
টাইমলাইন
ভি ফর ভিডিও
ফিট মেন কুক
স্পার্ক
রেফমি
ওয়াইল্ডকার্ড
পেপার
জিফি ক্যাম
পিআরওয়াই
রয়টার্স টিভি: ভিডিও নিউজ
যোভা
ব্লু অ্যাপরন
আর গুগল প্লে স্টোরের সেরা অ্যাপগুলো হল:
কালারফাই
জেট
খান একাডেমি
ফ্লিপাগ্রাম
রবিনহুড
অ্যাডোবি ফটোশপ লাইটরুম
বিঅ্যান্ডএইচ ফটো ভিডিও প্রো অডিও
জিঞ্জার কিবোর্ড ইমোজি
ল্যাঙ্গুয়েজ লার্নিং
কিউট
দ্যাস্কোর
এইচবিও নাও
ডব্লিউপিএস অফিস + পিডিএফ
ড্যাশলেইন পাসওয়ার্ড ম্যানেজার
ব্যাকগ্রাউন্ডস এইচডি
কিচেন স্টোরিজ
টোকা নেচার
ইউটিউব নেচার
শোটাইম
পিক
রেট্রিকা
মেমরাইজ লার্ন ল্যাঙ্গুয়েজ
ট্রুলিয়া রিয়েল এস্টেট অ্যান্ড রেন্টালস
উইশবোন
উই হার্ট ইট