খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মেয়রপ্রার্থীদের গণসংযোগ ও প্রচারে ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গতকাল (শনিবার) সন্ধ্যায় ফেনীর চৌমুহনী পৌরসভায় দলের মনোনীত মেয়রপ্রার্থী জহির উদ্দিন হারুনের উঠোন বৈঠকে মুখোশধারী সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ করে আক্রমণ চালায়।”
নাটোরের সিংড়ায় দলীয় প্রার্থী শামীম আল রাজীর প্রচারে বাধা এবং ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, নোয়াখালী ও ফেনীতে ‘গণপ্রেপ্তারের মাধ্যমে’ নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
“এমতাবস্থায় আসন্ন নির্বাচন কতোটা শান্তিপূর্ণ, স্বচ্ছ হবে, ভোটাররা কতটুকু নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারবে- এটাই এখনে দেশবাসীর কাছে প্রশ্ন।”
এসব অভিযোগ নির্বাচন কমিশনকে একাধিকবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
“পৌর নির্বাচন অবাধ ও স্বচ্ছভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে ‘সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে না’- তা প্রমাণ করতে হবে।