Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: দেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা দেড়মাস বাড়ানো হচ্ছে। ১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হবার কথা ছিল।

সূত্র জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগমী ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে।

দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেন। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) পাওয়া যাবে।