Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: একসময় মনে করা হতো, শচিন নয়, সুনিল গাভাস্কারই টেস্টে সেরা ব্যাটসম্যান। কিন্তু পরে গাভাস্কারের কথা সবাই ভুলে যেতে লাগলো, সবাই বলতে শুরু করলো শচীনই সেরা ব্যাটসম্যান। বিতর্কটা এতদিন দামাচাপাই ছিল। তবে সেটাকে আরও একবার উস্কে দিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক সুনিল গাভাস্কার। জানালেন, শচীন নয়, তার দেখা সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারই।

দিল্লিতে একটি অনুষ্ঠানে ইমরান খানকে ক্রিকেটে বিশ্ব একাদশ বেছে নিতে বলা হয়। তার সঙ্গে ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। সেখানেই একটি প্রশ্নের উত্তরে ইমরান বলেন, ‘রেকর্ড দেখলে যে কেউ বলবে শচীন টেন্ডুলোর বিশ্বের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটে শচীনের অবদান মেনে নিতে আমারও কোনও দ্বিধা নেই। কিন্তু সুনীল যে সময়ে ব্যাট করত, সেই সময়ে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা চার পেসার একই দলের হয়ে খেলত। সেই বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান বোলিং আক্রমণ কখনওই শচীন বা তার সময়ের অন্য কাউকে খেলতে হয়নি।’

গাভাস্কারকে সার্টিফিকেট দিয়ে ইমরানের দাবি, ‘জহির আব্বাসের টাইমিং ছিল অসাধারণ, নিজের দিনে মাজিদ খানও ছিলেন অপ্রতিরোধ্য। কিন্তু সুনীলের ব্যাপারটাই ছিল আলাদা।’

সর্বকালের সেরা লেগ স্পিনার বাছতে গিয়ে নিজের দেশের আব্দুল কাদিরকে কুম্বলে-ওয়ার্নদের আগেই রাখলেন ইমরান। তার মতে, ‘কাদির যে সময়ে বল করত, সে সময়ে এলবিডব্লিউ পাওয়া ভিষণ কঠিন ছিল। একজন লেগ স্পিনার কোনও ভাবেই ফ্রন্টফুট এলবিডব্লু পেতেন না। ওয়ার্ন-কুম্বলেরা সেই সুযোগ পেয়েছিলেন। তাই ওদের থেকে কাদিরকে আমি একটুও পিছিয়ে রাখব না।’