খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: পরীক্ষায় পাশের হার দেখে কারো বলার সুযোগ নেই দেশে শিক্ষা ব্যবস্থা ভালো নয়। তবে এই ভালো কতটা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। কিন্তু তাই বলে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিবে ? হ্যা, এমনই একটি ঘটনার নজির মিলল এক পরীক্ষা কেন্দ্রে।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও চিত্রে দেখা যায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে একজন কর্মকর্তা নকলসহ এক ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে। পরে এক ছাত্রী তার পরীক্ষার খাতা জমা দেয়ার জন্য এগিয়ে এলে তাকে তার নাম জিজ্ঞাসা করেন ঐ পরিদশর্ক। ছাত্রীটি তার নিজের নাম বললেও তার প্রবেশ পত্রে ছিল একটা ছেলের নাম। পরে খোঁজ নিয়ে দেখা যায়, এরকম আরও অনেকে আছে যারা মুখোশ পড়ে অন্যের পরীক্ষা দিতে এসেছে ! এই যদি হয় দেশের পরীক্ষাকেন্দ্রের নমুনা তাহলে দেশের ভবিষ্যত কি তা আর বলার অপেক্ষা রাখে না।