খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। রোববার ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
নজিবুল বলেন, সারাদেশে জ্বালাও-পোড়াও, সহিংস ঘটনার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার এবং জামায়াতকে নিষিদ্ধ না করলে দেশে জঙ্গিবাদ বন্ধ হবে না।’ পিস টিভি, পিস স্কুল এবং পাবলিকেশনের নাম উল্লেখ করে তিনি বলেন,‘জামায়াত নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠানসসমূহ সরকারকে অতিসত্তর বন্ধ করতে হবে।’
এসময় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যাধিক্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিষয়টিকে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য অবমাননাকর বলেও মন্তব্য করেন।’
উল্লেখ্য, তরিকত ফেডারেশনের মামলার প্রেক্ষাপটে আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করে। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এম এ আউয়াল। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মুতাওয়াক্কিল রাব্বানী, জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তৈয়বুল বাসার মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক সেলীম মিয়াজী প্রমুখ।