খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশের অর্থনেতিক প্রবৃদ্ধি ২০২০ সালের মধ্যে ৮ শতাংশে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ ও সঞ্চয় বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।
রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক গণ বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনায় বিশ্বব্যাংকের সিনিয়র এই ভাইস প্রেসিডেন্ট বলেন, “নাম্বার ওয়ান ইমপর্ট্যান্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার- ভালো বন্দর থাকতে হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।
“ব্যবসায়িক নীতিতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে হবে। বহুজাতিক কোম্পানিকে আসার সুযোগ করে দিতে হবে, তবে সেটি (বহুজাতিক কোম্পানির বিনিয়োগ) হতে হবে দেশের স্বার্থ রক্ষা করে।”
বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব বোঝাতে বামফ্রন্টশাসিত পশ্চিমবঙ্গের উদাহরণ টানেন এই বাঙালি অর্থনীতিবিদ।
তিনি বলেন, “ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) ৩৩ বছর ক্ষমতায় ছিল। এ সময় তারা শ্রমিকদের উন্নয়নে অনেক কাজ করেছে। কিন্তু বিনিয়োগের বিষয়ে তারা উদার ছিল না।”
একে বিবেচনায় নিয়ে উন্নয়নের জন্য কৌশল ঠিক করার পরামর্শ দিয়ে কৌশিক বসু বলেন, “এজন্য আপনাদের নিজস্ব নীতি ঠিক করতে হবে। সবাইকে বসে একটি ভালো উন্নয়ন নকশা (গুড ডিজাইন) তৈরি করতে হবে। সুন্দর ডিজাইন করা গেলে অপচয় ও দুর্নীতিও কমবে।