খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলমান প্রবেশে নিষেধাজ্ঞার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তার দাদী লুয়িস। ৯১ বছর বয়স্ক লুয়িস শুক্রবার নাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় উঠে আসেন।
ট্রাম্পের দাদীর চিকিৎসক একজন মুসলমান অভিবাসী চিকিৎসক। তার চিকিৎসক ফাহিম রাহিম ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন। কয়েক বছর ধরে রাহিম লুয়িসের কিডনির চিকিৎসা সেবা দিচ্ছেন। গত সপ্তাহে একটি রেডিও সাক্ষাৎকারে লুয়িস তার কিডনির চিকিৎসককে ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের জন্য প্রতিবাদ জানাতে বলেছিলেন।
এদিকে রাহিম এবিসি নিউজকে বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও মানবতাবোধ থেকেই লুয়িস এমন মন্তব্য করেছেন। এটি আমাদের জন্য খুবই বিস্ময়কর মনে হয়েছে। মানুষ হিসেবেই লুয়িস সবাইকে মূল্যায়ন করেছেন। তার এমন মন্তব্য প্রমাণিত হয়েছে কোন শক্তিই মানুষের বন্ধনকে ধ্বংস বা আলাদা করতে পারবে না।
মানুষের প্রতি ট্রাম্পের দাদীর এমন দয়ালু বক্তব্য দেশটিতে চলা মুসলমানদের জন্য কিছুটা হলেও সুবাতাস দিয়েছে। রিপাবলিকান দলের এ নেতা গত সোমবার মুসলিম বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তীব্র সমালোচনায় পরেছেন। এর আগে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে ট্রাম্পের বক্তব্যে।
সারা বিশ্বের মুসলমানরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। সেই নিন্দায় সামিল হয়েছে হোয়াইট হাউস, পেন্টাগন ও ফরাসী নেতা এবং জাতিসংঘ উদ্বা¯‘ বিষয়ক সংস্থা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ বিতর্কিত বক্তব্যে ঝড় উঠেছে।
এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে ট্রাম্পের বক্তব্যে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। কেউ কেউ এমনও বলেছেন যে, ট্রাম্পের মুখে হিটলারের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বিপুল সমালোচনার মুখে ট্রাম্প রিপাবলিকান দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: সিএনএন, বিবিসি, ইয়াহু নিউজ ও স্টেটসম্যান