Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

diamond worldখোলা বাজার২৪, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: গত ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় ডায়মন্ড ওয়ার্ল্ড উত্তরা শো-রুমের ১ম বর্ষপূর্তির উপলক্ষ্যে ক্রেতাদের নিয়ে উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই জাকজমক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের জুয়েলারী শিল্পের অতিপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড ডায়মন্ডওয়ার্ল্ড। এসময় উপস্থিত ছিলেন, উত্তরার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের উর্দ্ধতন কর্মকর্তারা। উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতায় শুরু করা হয়।
বর্ষপূতির অনুষ্ঠানে আগত উত্তরার বিশিষ্ঠ ব্যবসায়িরা ডায়মন্ডওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই উত্তরায় শোরুম করার জন্য। তারা বলেন, ঢাকার নতুন নগর উত্তরা বাসির জন্য এটা এক পরম পাওয়া, যানজটের নগরে উত্তরায় বসে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ড এর সকলপণ্য কেনার সুযোগ পাচ্ছি।
অনুষ্ঠানে আগত ক্রেতারা বলেন, বিশেষ করে ব্রাইডাল কালেকশন সেই সাথে ডায়মন্ড, সোনা ও প্লাটিনাম জুয়েলারীর নিত্য নতুন ডজাইনের গহনা কেনার এ দূলর্ভ সুযোগ করে দেওয়ার জন্য আমরাও ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড এর কাস্টমার কেয়ার এর সেবা সত্যিকার অর্থেই ক্রেতাবান্ধব। বিশেষ করে বিক্রয়ত্তোর সেবার ক্ষেত্রে পন্যের রিপিয়ারিং, রক্ষনাবেক্ষন ও অনলাইন সেবা যুগউপযোগি। আমরা ডায়মন্ডওয়ার্ল্ডের প্রসারে দোয়া করছি।
বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত অতিথি ও বিভিন্ন মিডিয়ার উদ্দেশ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা বলেন, ক্রেতাই আমাদের প্রাণ, ক্রেতা সন্তষ্টিই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আর এসবই সম্ভব তখন,যখ্ন আমরা ক্রেতার হাতে আন্তজার্তিকমান সম্পন্নপন্য ও সেবা তুলে দিতে পারবো। সেই সাথে বিক্রয়ত্তোর সেবা।