Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সোমবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

এর আগে সকাল ৮টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এ দিকে রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদদের সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।