Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: প্রয়োজন মনে করলে যে কোনো মামলায় অনুমতি ছাড়াই অধিকতর তদন্ত করার সুযোগ পুলিশের রয়েছে জানিয়ে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে হাই কোর্ট।

এর ফলে অভিযোগপত্র হয়ে যাওয়ার পরও সাত খুনের মামলায় অধিকতর তদন্ত বা আসামিদের জিজ্ঞাসাবাদ করার আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতার অবসান হলো।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি জানিয়েছিলেন বিউটি। তার ওই আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যাওয়ায় অধিকতর তদন্ত চেয়ে হাই কোর্টে আসেন তিনি।